ঢাকা Thursday, 28 March 2024

বাণিজ্যমেলা চলবে, মানতে হবে স্বাস্থ্যবিধি

স্টার সংবাদ

প্রকাশিত: 19:26, 21 January 2022

বাণিজ্যমেলা চলবে, মানতে হবে স্বাস্থ্যবিধি

করোনা পরিস্থিতির কারণে সরকার বিধিনিষেধ জারি করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ। এছাড়া অফিসসহ বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে কমাতে বলা হয়েছে লোকজনের উপস্থিতি। এর মধ্যেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। 

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। শুক্রবার (২১ জানুয়ারি) নতুন করে পাঁচ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে মেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এ বিষয়ে মো. ইফতেখার আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধিনিষেধে বাণিজ্যমেলা বন্ধের বিষয়ে তো কিছু বলা নেই। আমরা গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত শুরু করেছি। গতকাল ১১ জনকে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। আজকেও ম্যাজিস্ট্রেট অভিযান শুরু করবেন। মাস্ক খোলা পেলেই জরিমানা করছি।

ইপিবির সচিব বলেন, বিধিনিষেধে এ বিষয়ে যেভাবে আছে আমরা সেভাবে অনুসরণ করবো। সরকারি নির্দেশনা মেনে চলবো।