ঢাকা Friday, 29 March 2024

পল্টনে সংঘর্ষ: দুই মামলায় আসামি ৪ হাজার 

স্টার সংবাদ

প্রকাশিত: 19:54, 17 October 2021

আপডেট: 20:41, 17 October 2021

পল্টনে সংঘর্ষ: দুই মামলায় আসামি ৪ হাজার 

কুমিল্লায় ধর্মীয় উত্তেজনার জেরে রাজধানীর পল্টনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পল্টন ও রমনা থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এ মামলায় চার হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) পল্টনের নাইটিঙ্গেল মোড়ে এ সংঘর্ষ হয়। পরে ওই দিন দিনগত রাতে এ দু’টি মামলা করে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, খেলাফত আন্দোলনের আমির জাফর উল্লাহ খানসহ ১১ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া দুই থেকে আড়াই হাজার বিক্ষোভকারীকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করে এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কয়েকশ’ মুসল্লি মিছিল বের করে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টার সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ নয়জন আহত হন।