ঢাকা Friday, 19 April 2024

যুবলীগ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন, অতঃপর চাঁদা দাবি

স্টার সংবাদ

প্রকাশিত: 20:23, 16 October 2021

যুবলীগ চেয়ারম্যানের মোবাইল নম্বর ক্লোন, অতঃপর চাঁদা দাবি

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে বলে জানা গেছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে একটি গণমাধ্যমকে বিষয়টি জানান যুবলীগ চেয়ারম্যান নিজে। 
 
তিনি বলেন, আমি সম্প্রতি বিভিন্ন জেলার যুবলীগের নেতাদের মাধ্যমে জানতে পারি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে একটি প্রতারকচক্র চাঁদা দাবি করছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এছাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে সবার প্রতি আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ চেয়ারম্যানের নাম করে কেউ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যাতে চাঁদা দাবি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।