ঢাকা Thursday, 28 March 2024

বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধসহ গ্রেফতার ৩

স্টার সংবাদ

প্রকাশিত: 20:19, 19 September 2021

বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধসহ গ্রেফতার ৩

দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ ও অয়েনমেন্টসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন - ফয়সাল আহমেদ, সুমন চন্দ্র মল্লিক এবং মো. লিটন গাজী।

রোববার (১৯ সেপ্টেম্বর) সিআইডির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, কিছু ‘অসাধু ব্যবসায়ী’ পাইকারি বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ ও অয়েনমেন্ট বিক্রি করছে খবর পেয়ে ওষুধ নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় এই অভিযান চালানো হয়।

অভিযানে মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলায় মেডিসিন ওয়ার্ল্ড, অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসি থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, রাজধানীর মিটফোর্ড এলাকা ওষুধের পাইকারি বাজার। নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী চক্র মিটফোর্ডের দোকানগুলোর মাধ্যমে সারাদেশে নকল ওষুধ ছড়িয়ে দিত। তারা বেশি লাভের আশায় এসব নকল ওষুধ বাজারজাত করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।