
ফাইল ছবি
রাজধানী ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১২ নভেম্বর) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন- ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ আলী। র্যাব বলছে, গ্রেপ্তার দুজনের নাম এজাহারে রয়েছে।
র্যাব সদরদপ্তর জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। পুলিশ হত্যা মামলার এজাহারে আসামি হিসেবে তার নাম আছে। একই মামলায় ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে (৩২) পিটিয়ে হত্যা করা হয়। পরে এই ঘটনায় ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।