ঢাকা Thursday, 25 April 2024

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:33, 4 August 2021

আপডেট: 17:33, 4 August 2021

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন, উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর দুজন মারা গেছেন। 

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, কুষ্টিয়ার একজন এবং চুয়াডাঙ্গার একজন রয়েছেন। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং নাটোরের একজন করে মোট চারজন মারা গেছেন করোনা সংক্রমণে। 

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন নাটোরের তিনজন, রাজশাহীর দুজন, নওগাঁর দুজন এবং চুয়াডাঙ্গার একজন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন মারা গেছেন হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২২ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১, ৪, ও ১৬ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।