ঢাকা Tuesday, 05 December 2023

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 12:42, 27 September 2023

আপডেট: 13:33, 27 September 2023

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি উত্তরায় একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাহেদুল জানান, ভোর সাড়ে তিনটার দিকে একটি পিকআপে করে মালামাল নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। মূল সড়কে পৌঁছার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। গাড়ির পেছনে থাকা দেলোয়ারের কাছ থকে ছিনতাইকারীরা ফোন নিয়ে পালানোর চেষ্টা করলে তিনি জাপটে ধরেন। এ সময় ছিনতাইকারীর সহযোগী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসআই সাহেদুল আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।