ঢাকা Sunday, 24 September 2023

ছাত্রলীগ নেতাদের নির্যাতন : আরো ৭ দিন সময় চায় তদন্ত কমিটি

স্টার সংবাদ

প্রকাশিত: 19:20, 19 September 2023

ছাত্রলীগ নেতাদের নির্যাতন : আরো ৭ দিন সময় চায় তদন্ত কমিটি

ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো ৭ কর্মদিবস সময় চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ওই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। 

এদিন কমিটি তদন্ত শেষ করতে আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আরো সাতদিন সময় চেয়ে আবেদন করে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের সঙ্গে এডিসি হারুনের ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধর করা হয়। ঘটনার দিন ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন এডিসি সানজিদা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। দুই পক্ষের মধ্যে মারধর ও হাতাহাতি হয়।

এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর হারুনকে বরখাস্ত করা হয়। এর একদিন পর শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকেও বদলি করা হয়।

এদিকে পুরো বিষয় খতিয়ে দেখতে গত ১০ সেপ্টেম্বর ডিএমপি তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। ডিএমপি সদর দপ্তরের উপ-কমিশনার আবু ইউসুফকে এই কমিটির প্রধান করা হয়েছে।