ঢাকা Monday, 09 September 2024

এডিসির ওপর প্রথম হামলা চালান রাষ্ট্রপতির এপিএস: ডিবি প্রধান

স্টার সংবাদ

প্রকাশিত: 16:21, 12 September 2023

এডিসির ওপর প্রথম হামলা চালান রাষ্ট্রপতির এপিএস: ডিবি প্রধান

ছবি: সংগৃহীত

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের ওপর প্রথমে হামলা চালিয়েছিলেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুন, এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতাল থেকে। এপিএস আজিজুল হক মামুনই আগে বরখাস্ত এডিসি হারুনের ওপর হামলা করেন। এমন তথ্য পাওয়া গেছে। এটাও তদন্তে আসা উচিত।

এর আগে, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেন এডিসি হারুন।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধর করায় পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।