ঢাকা Friday, 29 March 2024

পায়ের তালুতে করে স্বর্ণ পাচারকালে চুয়াডাঙ্গায় আটক ১

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:28, 12 April 2023

পায়ের তালুতে করে স্বর্ণ পাচারকালে চুয়াডাঙ্গায় আটক ১

পায়ের তালুর সঙ্গে স্কচটেপ দিয়ে প্রায় এক কেজি ওজনের আটটি স্বর্ণের বার ভারতে পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১২ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা শহরের কেরু চিনিকলের ফটক সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা শহরের কেরু এলাকার রাস্তায় অবস্থান নেয়া হয়। পরে সন্দেহভাজন চাঁদপুর সদর উপজেলার গুণরাজধী গ্রামের আমির হোসেনের ছেলে সুলতান আহমেদকে (৪৪) আটক করে বিজিবি। তার দেহ তল্লাশিকালে পায়ের তালুতে স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক পাচারকারীকে দর্শনা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।