
খুলনার ফুলতলায় রাস্তার ওপর এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে আসা আততায়ীরা। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন ফকির (৪৫)। তিনি ফুলতলা উপজেলার আব্দুল ওহাব ফকিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার বলেন, মিলন ফকির সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে।
এ সময় মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে তাকে আবারো গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কারা কেন মিলনকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।