ঢাকা Friday, 19 April 2024

কুমিল্লায় চুরি গেল রুমিন ফারহানার মোবাইল ফোন

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 20:02, 26 November 2022

আপডেট: 21:29, 26 November 2022

কুমিল্লায় চুরি গেল রুমিন ফারহানার মোবাইল ফোন

ফাইল ছবি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়ে গেছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় গণসমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয় বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশস্থল পরিদর্শনে আসেন। সে সময় নেতাকর্মীর ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর দেখা যায়, রুমিনের দুটি ফোনের একটিও ব্যাগে নেই।

এদিকে রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি একসময় ব্যাগ খুলে দেখেন তার দুটি মোবাইল ফোনের একটিও নেই। তবে মোবাইল ফোন ছাড়া ব্যাগের অন্য সবকিছুই ঠিকঠাক ছিল।  

মোবাইল ফোন চুরির বিষয়টি বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান রুমিন। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দিই। কেউ যদি মোবাইল ফোন ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।

মোবাইল ফোন চুরির বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র।