ঢাকা Tuesday, 23 April 2024

আপন জুয়েলার্স থেকে আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণ চুরি

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:54, 17 September 2022

আপন জুয়েলার্স থেকে আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণ চুরি

মেহেরপুরে কাসারীপাড়ায় আপন জুয়েলার্সের দেয়াল ভেঙে আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণের গহনা চুরি করেছে চোরেরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে আন্দাজ স্থানীয়দের।  

জুয়েলার্সটির স্বত্বাধিকারী মহাদেব কুমার পাত্র জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গহনা বিক্রির আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার দুটি সিন্দুকে তালাবদ্ধ করে বাড়িতে যান তিনি। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দোকান খুলে দেখেন দোকানের দেয়াল ভাঙা। 

ধারণা করা হচ্ছে, চোরেরা দোকানে রাখা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর দুটি সিন্দুক ভেঙে সব টাকা ও গহনা চুরি করে।

বিষয়টি মেহেরপুর থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান ভুক্তভোগী মহাদেব কুমার।  

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরওয়ারসহ পুলিশের একটি দল। 

এ বিষয়ে মেহেরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন বলেন, শহরের প্রাণকেন্দ্রে স্বর্ণের দোকানে বারবার এ ধরনের চুরির ঘটনা খুবই দুঃখজনক। এসময় বিশেষ করে স্বর্ণের দোকানগুলোতে রাতে পুলিশের বিশেষ নজর দেয়ার দাবি জানান তিনি।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেসবাহ উদ্দীন আহম্মেদ জানান, ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।