ঢাকা Thursday, 25 April 2024

হতদরিদ্রদের তালিকায় চেয়ারম্যানের ছেলের নাম

স্টার সংবাদ

প্রকাশিত: 20:22, 2 January 2022

হতদরিদ্রদের তালিকায় চেয়ারম্যানের ছেলের নাম

বরগুনার বেতাগীতে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল নিয়ে অনিয়ম করার খবর পাওয়া গেছে। বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান নিজেই স্বাক্ষর করে উত্তোলন করেছে সুবিধাভোগী হতদরিদ্রের ১০ টাকা কেজির চাল। এ ছাড়া হতদরিদ্রের চালের তালিকায় নাম রয়েছে চেয়ারম্যানের ছেলের ও বোনের। এ নিয়েও সমালোচনার মুখে চেয়ারম্যান হুমায়ন কবির খলিফা।

চেয়ারম্যান সত্যতা স্বীকার করে জানান, একটা ইউনিয়ন চালাতে অনেক কিছু এদিক-ওদিক করতে হয়।

জানা যায়, হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি দরের চালের তালিকায় বেতাগী উপজেলার ২নম্বর বেতাগী সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবির খলিফা অনিয়ম করেছেন। ডিলার কাছে হস্তান্তর করা তালিকার ক্রমিক নম্বর ৮,১১,১২,১৩ ভুক্তভোগী জেসমিন আক্তার, সাবিনা ইয়াসমিন, রশিদ সিকদার মোসা. সিমা বেগম তাদের তিনমাসের চাল চেয়ারম্যান হুমায়ন কবির নিজেই উত্তোলন করেছে। চাল প্রাপ্ত হতদরিদ্র ব্যক্তির স্থানে স্বাক্ষরের স্থানে রয়েছে ইউপি চেয়ারম্যান হুমায়ন কবিরের স্বাক্ষর। এ ছাড়া তালিকার ক্রমিক নম্বর ১০ এ রয়েছে ছেলে গোলাম শাহরিয়ার মনিরের নাম অন্যদিকে ক্রমিক নম্বর ৯ এ বোন সাইদুন্নেছা বেগমের নাম।