ঢাকা Saturday, 20 April 2024

মাঠে পতাকা ওড়ানোয় বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

স্টার সংবাদ

প্রকাশিত: 20:22, 25 November 2021

আপডেট: 01:06, 26 November 2021

মাঠে পতাকা ওড়ানোয় বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুর একাডেমি মাঠে পাকিস্তানের পতাকা ওড়ানোয় বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন।  

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মো. মাহবুবুল হক বলেন, ঢাকার মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের (পাকিস্তান দলের) বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে বিকেলে আদেশ দেয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য শাস্তি দাবি করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে পাকিস্তানের পতাকা পুড়িয়ে এ দাবি জানানো হয়। এ ঘটনায় নীরব ভূমিকার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অপসারণেরও দাবিও তোলে সংগঠনটি।

এদিকে মিরপুরে অনুশীলনের সময় পাকিস্তান ক্রিকেট দল নিজেদের জাতীয় পতাকা ওড়ানোয় এবং বিজয় দিবসে মাওলানা ভাসানী স্টেডিয়ামকে ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচের ভেন্যু ঠিক করায় তীব্র নিন্দা জানিয়েছেন ৪০ বিশিষ্ট নাগরিক।