ঢাকা Friday, 19 April 2024

সম্রাট-সাঈদ-খালেদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

স্টার সংবাদ

প্রকাশিত: 19:25, 17 October 2021

আপডেট: 19:42, 17 October 2021

সম্রাট-সাঈদ-খালেদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া এবং বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। রোববার (১৭ অক্টোবর) সকালে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচারের উপর দেয়া প্রতিবেদনে নাম রয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ, শাজাহান বাবলুর। 

এরআগে বিদেশে অর্থপাচারে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।