ঢাকা Monday, 09 September 2024

রিমান্ড শেষে কারাগারে পার্থ 

স্টার সংবাদ

প্রকাশিত: 19:47, 2 August 2024

রিমান্ড শেষে কারাগারে পার্থ 

রাজধানীর বনানী সেতু ভবনে হামলা ও নাশকতা মামলায় জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) এ মামলায় দুই দফায় আটদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। অন্যদিকে আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত আন্দালিব রহমান পার্থর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এই মামলায় গত ২৫ জুলাই তার পাঁচদিনের ও ৩০ জুলাই তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।