ঢাকা Friday, 26 April 2024

মিতু হত্যা মামলা : বাবুলের জামিন নামঞ্জুর

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:53, 10 August 2021

আপডেট: 23:20, 10 August 2021

মিতু হত্যা মামলা : বাবুলের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

মাহমুদা খানম মিতু হত্যামামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ভার্চুয়াল শুনানিশেষে এ আদেশ দেন।

বাবুল আক্তারের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে উভয়পক্ষের শুনানিশেষে আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ। 

২০১৬ সালের ৫ জুন সকালে বড় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পর মিতুর স্বামী তৎকালীন এসপি বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যামামলা করেন। ডিবি পুলিশের পর গত বছর মে মাস থেকে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই।

চলতি বছর ১২ মে এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থাটি। এতে বলা হয়, তিন লাখ টাকা দিয়ে স্ত্রীকে খুন করান বাবুল। ওইদিনই মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় আরেকটি মামলা করেন। এ মামলায় বাবুল কারাগারে আছেন।