ঢাকা Tuesday, 05 December 2023

মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

স্টার সংবাদ

প্রকাশিত: 17:28, 20 November 2023

মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানার করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরই ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ককটেল বিস্ফোরিত হয়।এ ঘটনায় কেউ হতাহত নাহলেও পুরো আদালতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আমার ঠিক পেছনেই কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এ ঘটনা ঘটানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে।  

তিনি আরো বলেন, এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারতেন। ২০১৩-১৪ সালে যেভাবে হামলা হতো সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি। আমরা নিজেরাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। হয়তো রাষ্ট্রপক্ষ কিংবা সরকারকে ভয় দেখাতে এই বিস্ফোরণ। তবে কোনো ভয়ই বিচারকাজ বাধাগ্রস্ত করতে পারবে না।

এ বিষয়ে রাজধানীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এ বিষয় তদন্ত করছি।