ঢাকা Friday, 29 March 2024

আপিল বিভাগে ঢুকতে লাগবে ডিজিটাল পাস

স্টার সংবাদ

প্রকাশিত: 03:55, 1 February 2023

আপিল বিভাগে ঢুকতে লাগবে ডিজিটাল পাস

বিচারপ্রার্থীদের এখন থেকে আপিল বিভাগে ঢুকতে সংগ্রহ করতে ডিজিটাল পাস। আর এই পাস নিতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও মোবাইল ফোন নম্বর দিয়ে এই পাস সংগ্রহ করতে হবে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) থেকেই এই নিয়ম চালু হবে। 

জানা গেছে, বুধবার থেকে কোনো বিচারপ্রার্থী ‘ডিজিটাল পাস’ ছাড়া এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে ঢুকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় এই আদালতের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ১ ফ্রেরুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।’

ডিজিটাল পাস নিতে http://apdiventry.supremecourt.gov.bd এই লিংক বা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘এন্ট্রি পাস’ মেন্যু ব্যবহার করতে হবে।

সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সোনালী ব্যাংক এবং সুপ্রিম কোর্ট শাখা সংলগ্ন হেল্প ডেস্কে প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিচারপ্রার্থীরা ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।