ঢাকা Friday, 29 March 2024

রাজশাহীতে নারী হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

স্টার সংবাদ

প্রকাশিত: 17:37, 1 December 2022

আপডেট: 19:36, 1 December 2022

রাজশাহীতে নারী হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে ফাঁসির রায় কার্যকর করা হয়। হত্যা মামলায় প্রাণদণ্ডে দণ্ডিত একজনের রায় কার্যকর হয়েছে রাজশাহী কারাগারে।

বুধবার (৩০ নবেম্বর) রাত ১০ টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হয় বলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল জানান।

ফাঁসি কার্যকর হওয়া রকিবর রহমান ওরফে ওকিবর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জেল সুপার আব্দুল জলিল জানান, ১৯৯৯ সালের একটি হত্যা মামলার রায়ে রকিবর রহমানকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। সে আবেদন নাকচ হলে রকিবরের ফাঁসি কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকরের পর লাশের ময়নাতদন্ত শেষে কারাবিধি মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।

রাজশাহী কারাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের ২ জানুয়ারি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জব্বার সাতজনকে আসামি করে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন ।

২০০৪ সালের ৮ অগাস্ট রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

তাদের মধ্যে রকিবুরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। দণ্ডিত বাকিরা হলেন- হেলাল উদ্দিন, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন।