ঢাকা Saturday, 20 April 2024

নর্থ-সাউথের ট্রাস্টি এম এ কাশেমের জামিন বহাল

স্টার সংবাদ

প্রকাশিত: 17:43, 28 November 2022

নর্থ-সাউথের ট্রাস্টি এম এ কাশেমের জামিন বহাল

দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথের সাবেক ট্রাস্টি এম এ কাশেমকে অর্থ আত্মসাতের মামলায় জামিন দিয়েছেন আপিল বিভাগ। 

সোমবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ জামিন আদেশ দেন।

আদালতে এম এ কাশেমের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

জামিন শুনানিতে আদালত দুদক আইনজীবীর কাছে জানতে চান যে, বয়স বিবেচনায় জামিন দিতে কোনো আপত্তি আছে কি না? তখন দুদক আইনজীবী অনাপত্তি জানালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক দুই সদস্য এম এ কাশেম ও রেহেনা রহমানকে জামিন দেন হাইকোর্ট।

এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের আদেশে বলা হয়েছিল, তারা আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। পরে তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক। আজ দুদকের আবেদনের ওপর শুনানি শেষে জামিন দেন আপিল বিভাগ।

এর আগে ২২ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট। তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করতে বলা হয়।