ঢাকা Tuesday, 16 April 2024

খালেদা জিয়ার মামলার হাজিরা ২৩ জানুয়ারি

স্টার সংবাদ

প্রকাশিত: 18:09, 20 September 2022

আপডেট: 18:41, 20 September 2022

খালেদা জিয়ার মামলার হাজিরা ২৩ জানুয়ারি

ফাইল ছবি

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ দিন ধার্য করেন।

আজ মামলাগুলোতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত তা মঞ্জুর করে ২৩ জানুয়ারি হাজিরার নতুন তারিখ নির্ধারণ করেন।

১১ মামলার মধ্যে দারুস সালাম থানায় আট ও যাত্রাবাড়ী থানায় দুটি নাশকতার মামলার বাদি পুলিশ। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের একটি মামলা করেন এক ব্যক্তি। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মামলাটি করা হয়।

১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির দিন এবং ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।