ঢাকা Friday, 29 March 2024

টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ : আদালতে জবানবন্দি দিলেন নির্যাতিতা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: 23:34, 4 August 2022

টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ : আদালতে জবানবন্দি দিলেন নির্যাতিতা

টাঙ্গাইলের মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের শিকার নারী আদালতে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন।

আদালত পরিদর্শক তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সকালে গ্রেফতারকৃত বাস ডাকাতি ও ধর্ষণ মামলার মূলহোতা রাজা মিয়াকে রিমান্ড আবেদনের জন্য আদালতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ আগস্ট) কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ঈগল পরিবহনের একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।  রাত সাড়ে ৩টার দিকে যাত্রীবেশে কুষ্টিয়া থেকে ওই গাড়িতে ওঠে ডাকাতদল। প্রথমে তারা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত-পা-চোখ বেঁধে মারধর ও সম্পদ লুট করে। পরে এক নারীকে দলবেঁধে ধর্ষণ করে। পৈশাচিকতা শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ঢিবিতে বাস উল্টে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের ওপর তাণ্ডব চালায় বলে জানা গেছে। 
এ ঘটনায় এক যাত্রী মামলা করেন। পরে বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মামলার রাজা মিয়াকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।