ঢাকা Saturday, 20 April 2024

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ও অর্থদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত: 22:36, 31 July 2022

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ও অর্থদণ্ড 

কুষ্টিয়ার দৌলতপুর থানায় শিশু ধর্ষণ মামলায় সুজন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

রোববার (৩১ জুলাই) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

সুজন দৌলতপুর উপজেলার আলী নগর গ্রামের বাসিন্দা শাহারুল মণ্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী সুজন ওই মেয়েকে ধর্ষন করেন। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সুজন পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সাহায্যে আহত মেয়েটিকে হাসপাতালে ভর্তি করায় পরিবার।

এ ঘটনায় সুজনকে আসামি করে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা করতে মেয়েটির মা। কিন্তু পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করে। ঘটনার চারদিন পর ২০১৯ সালের ২ জানুয়ারি বাদীর এজাহার মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি সুজনের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান।