ঢাকা Tuesday, 23 April 2024

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

স্টার সংবাদ

প্রকাশিত: 00:38, 31 December 2021

আপডেট: 01:18, 31 December 2021

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেয়া হয়েছে। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দেন। শপথগ্রহণের তারিখ থেকে ওই নিয়োগ কার্যকর হবে। প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জারি করেছে আইন মন্ত্রণালয়।

বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করাবেন হাসান ফয়েজ সিদ্দিকীকে।

১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর হাসান ফয়েজ সিদ্দিকীর জন্ম। তিনি ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইনপেশায় যোগ দেন। পরে ১৯৮৩ সালে হাই কোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন তিনি।
 
এই বিচারপতির বড় ভাই আবু বকর সিদ্দিকী একসময় আপিল বিভাগের বিচারপতি ছিলেন।

সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ায় আপিল বিভাগে বিচারক রয়েছেন মো. ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী, মো. নূরুজ্জামান এবং ওবায়দুল হাসান। তাদের মধ্যে ইমান আলী জ্যেষ্ঠতম।

সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সেক্ষেত্রে হাসান ফয়েজ সিদ্দিকী দুই বছর প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত থাকছেন।

২০১৫ সাল থেকে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।