ঢাকা Wednesday, 24 April 2024

আলালের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 01:49, 14 December 2021

আলালের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ফাইল ছবি

খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে। সোমবার (১৩ ডিসেম্বর) খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, এ মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর ফেসবুক এবং ইউটিউবে দেখা যায় যে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে আপলোড করে প্রচার করা হচ্ছে।

আসামির কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য, আক্রমণাত্মক মিথ্যা তথ্য-উপাত্ত প্রকাশসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হওয়ার বক্তব্য প্রদান ও বক্তব্য ফেসবুক এবং ইউটিউব চ্যানেল পরিচালনাকারী ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আসামি বক্তব্য শেয়ার-পোস্ট করে গুরুতর অপরাধ করেছে।