ঢাকা Thursday, 25 April 2024

রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:41, 12 November 2021

আপডেট: 21:14, 12 November 2021

রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাজবাড়ী সদরের বাণীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এবারো ইউপি নির্বাচন করতে চেয়েছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বাণীবহ বাজার থেকে ফেরার পথে নিজের বাড়ি অদূরে আক্রান্ত হন লতিফ। অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা পথ আটকে তার ওপর গুলি চালায়।

গুরুতর আহত লতিফকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন। 

তিনি বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মহিষবাথান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, রাত ১২টার দিকে গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়।

তিনি বলেন, ঘর থেকে বেরিয়ে দেখি লতিফ চেয়ারম্যান মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়রা কয়েকজন মিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।

লতিফ মিয়ার বাড়ি মহিষবাথান গ্রামের পুকুরচালা এলাকায়। ২০০১ সালের নির্বাচনে তিনি বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে ইউপি সদস্য লতা জানান।