ঢাকা Friday, 29 March 2024

শরীয়তপুরে সাড়ে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৬০ জেলের দণ্ড

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:44, 24 October 2021

শরীয়তপুরে সাড়ে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৬০ জেলের দণ্ড

ছবি : বাসস

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরে ৭ লাখ ৪৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ৫৫ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পাঁচ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ১৮৭ কেজি মা ইলিশ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার রোববার (২৪ অক্টোবর) জানান, গত ২৪ ঘণ্টায় মা ইলিশ শিকারের অপরাধে মা ইলিশ রক্ষা অভিযানের ২১তম দিনে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ১১টি অভিযানে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটককৃত ৬০ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ জনকে কারাদণ্ড এবং পাঁচ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৭ লাখ ৪৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।