ঢাকা Wednesday, 24 April 2024

দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচনে চাঁদপুর সদরে আ’লীগের টিকেট পেলেন যারা

শাওন পাটওয়ারী, চাঁদপুর

প্রকাশিত: 23:07, 13 October 2021

দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচনে চাঁদপুর সদরে আ’লীগের টিকেট পেলেন যারা

দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে নৌকা প্রতীকের  প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। 

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে। পরে দলের ধানমন্ডি কার্যালয় থেকে চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুসারে চাঁদপুর সদরের ১০ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন - সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম, তরপুরচণ্ডী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নে রফিক উল্যাহ মাস্টার, চান্দ্রা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী ও হানারচর ইউনিয়নে মো. মুকবুল হোসেন মিয়াজী। 

এবার উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ চারজন। এ প্রসঙ্গে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউপিতে চার নতুন মুখসহ পূর্বের ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দল। আমি আশাবাদী যে, সব ইউনিয়নে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবেন সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।