ঢাকা Friday, 29 March 2024

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: 20:33, 13 October 2021

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি - এমন প্রতিপাদ্য নিয়ে বুধবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদফতরের আয়োজনে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-ই আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।

বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ফয়সাল, জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক  নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার নাসরিন আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভুঁইয়া আজাদ, সাংবাদিক মো. রবিউল ইসলাম খান প্রমুখ। 

আলোচনা সভাশেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে কালেক্টর ভবন প্রাঙ্গণে দুর্যোগ মহড়া প্রদর্শন করা হয়।