ঢাকা Wednesday, 24 April 2024

সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদ গ্রেফতার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:14, 13 October 2021

সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদ গ্রেফতার

ছবি : সংগৃহীত

দুই হাজার কোটি টাকার পাচার মামলার আসামি ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রীর এপিএস (বহিষ্কৃত) এইচ এম ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার আসামিও ফুয়াদ। তার বিরুদ্ধে ফরিদপুরে ১২টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে দুই হাজার কোটি টাকা পাচার ও আওয়ামী লীগ নেতা সুবলের বাড়িতে ভাঙচুর মামলায়  চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপার আলীমুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে গ্রেফতারে পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযানও চালিয়েছিল।