ঢাকা Friday, 29 March 2024

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার সময় ৪ জেলে আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:29, 26 September 2021

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার সময় ৪ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে আটক করেছে বন বিভাগ। 

আটক জেলেরা হলেন -  খুলনা জেলার কয়রা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু সাঈদ (৪১), একই উপজেলার অন্তবুনিয়া গ্রামের আবুল বাসার গাইন (৪২),  মানিক চাঁদ শেখ (৬৩) ও পূর্ব কাটলা গ্রামের আবু তালেব (৫৬) । 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার সুলতান আহমেদ জানান, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা জানতে পারেন যে, সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আগরকৃপা বালাইঝাকি অভয়ারণ্যে কয়েকজন জেলে চুরি করে মাছ ধরছেন। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রোববার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।