ঢাকা Thursday, 25 April 2024

বকশীগঞ্জে ফলদ গাছের চারা বিতরণ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: 22:40, 22 September 2021

বকশীগঞ্জে ফলদ গাছের চারা বিতরণ 

জামালপুরের বকশীগঞ্জে সিড্স প্রকল্পের উপকারভোগীদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
 
স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের ২৪১টি পরিবারকে ৯৬৪টি ফলদ গাছের চারা দেয়া হয়।
 
সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, সিড্স প্রকল্পের প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) কৃষিবিদ মজিদুল ইসলামসহ সিড্স প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।