ঢাকা Saturday, 20 April 2024

কুষ্টিয়ায় পূজামণ্ডপে দুর্বৃত্তদের প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 19:52, 22 September 2021

আপডেট: 19:52, 22 September 2021

কুষ্টিয়ায় পূজামণ্ডপে দুর্বৃত্তদের প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ায় একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পূজামণ্ডপে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আড়ুয়াপাড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। মঙ্গলবার রাত ৩টার পর মণ্ডপ কমিটির লোকজন প্রতিমা ঢেকে রেখে বাড়ি চলে যান।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সুচিত্রা পাল নামে এক মহিলা মণ্ডপের পাশে একটি প্রতিমার মাথা পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ও মণ্ডপ কমিটির সদস্যরা মণ্ডপে গিয়ে দেখতে পান দুর্গা, লক্ষ্মী, কার্তিক ও অসুর প্রতিমার মাথা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে।

পরে কুষ্টিয়া মডেল থানা, সিআইডি ও পিবিআইর পুলিশ সদস্যরা মণ্ডপ পরিদর্শন করেন। তারা পৃথক পৃথক তদন্ত করছেন। দায়ীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার। ঘটনায় সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, সরস্বতীসহ অন্য প্রতিমাগুলোরও ক্ষতি সাধন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে এ উৎসব শুরু হওয়ার কথা।

স্থানীয় এক পৌর কাউন্সিলরের সঙ্গে এলাকার একটি গোষ্ঠীর দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।