ঢাকা Saturday, 20 April 2024

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 19:27, 22 September 2021

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৩১ শতাংশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৪২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৩০৮টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে সুস্থ হন ৪৭ জন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ২৪২ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৩৯ জন এবং মারা গেছেন ৭৬০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৩৪ জন।