ঢাকা Friday, 19 April 2024

চাঁদপুরে সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের সর্বনিম্ন রেকর্ড 

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: 19:22, 21 September 2021

আপডেট: 19:22, 21 September 2021

চাঁদপুরে সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের সর্বনিম্ন রেকর্ড 

ফাইল ছবি

চাঁদপুরে আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) মোট ২১৩টি নতুন সংগ্রহ হয়। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ। এটি চাঁদপুর জেলায় সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের সর্বনিম্ন রেকর্ড। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার দুজন, ফরিদগঞ্জের একজন ও হাজীগঞ্জের একজন রয়েছেন। একই দিনে ১৩ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শাহরাস্তির একজন, মতলব উত্তরের দুজন, হাইমচরের চারজন ও ফরিদগঞ্জের ছয়জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৭৮৪ জন। মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৪৬১ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৯ জন।