ঢাকা Friday, 19 April 2024

সুনামগঞ্জে বাস ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:18, 19 September 2021

আপডেট: 17:33, 19 September 2021

সুনামগঞ্জে বাস ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

সুনামগঞ্জে সড়ক পথে চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আন্তঃজেলা কোন বাস চলাচল করছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাস সিলেটের বাইপাস সড়কে গেলেই শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজ প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা করে নেয়। এ বিষয়টি সিলেটের শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। উল্টো বাইপাস সড়কে বাস গেলেই শ্রমিকদের মারপিট করা হয়।

এর প্রতিবাদে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন। হয়রানি ও চাদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।