ঢাকা Thursday, 25 April 2024

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 20:54, 17 September 2021

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ২ জন করোনা পজিটিভ, ৩ জন উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৩ জন। 

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৫ শতাংশ।  

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।