ঢাকা Thursday, 18 April 2024

গাইবান্ধায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: 21:47, 16 September 2021

গাইবান্ধায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

গাইবান্ধায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন। 

গাইবান্ধা সদর উপজলার ১৩টি ইউনিয়নের ১৩০ জন গ্রাম পুলিশের প্রত্যেককে একটি করে সাইকেল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখসানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাফিউল আলম প্রমুখ। 

বিতরণপূর্ব অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, জেলার ৮১টি ইউনিয়নের প্রত্যেক গ্রামপুলিশকে একটি করে বাইসাইকেল, পোশাক, জুতা-মোজা ও একটি করে টর্চলাইট দেয়া হবে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫ লাখ টাকা। জেলার ৮১০ জন গ্রামপুলিশকে এই সহযোগিতা করা হবে। এর মধ্যে রয়েছেন ২০ জন নারী গ্রামপুলিশ।