ঢাকা Saturday, 20 April 2024

দুই শিশুকে লঞ্চ থেকে মেঘনায় ফেলে দেয়ার অভিযোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:56, 12 September 2021

দুই শিশুকে লঞ্চ থেকে মেঘনায় ফেলে দেয়ার অভিযোগ

লঞ্চের ভাড়া দিতে না পারায় দুই শিশুকে মেঘনায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে লঞ্চের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন মাঝ মেঘনা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করেন।

শিশু দুইজন হলো- নোয়াখালী জেলার সজীব (১২) ও মেহেদুল (১৩)।

ওসি রইছ উদ্দিন জানান, স্পিডবোট নিয়ে মেঘনা পার হওয়ার সময় তিনি নদীর মাঝখানে দুই শিশুর চিৎকার শুনে এগিয়ে যান। পরে তাদের পানি থেকে উদ্ধার করেন।

তিনি বলেন, তারা সদরঘাট থেকে চাঁদপুরগামী ‘ইমাম হাসান-৫’ লঞ্চে পানি বিক্রির জন্য ওঠে। কিন্তু তাদের কাছে ভাড়ার টাকা না থাকায় লঞ্চের কর্মীরা তাদের লঞ্চ থেকে মাঝ নদীতে ফেলে দেয়।

উদ্ধারের পর তাদের মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে যাওয়া হয়। পরে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে ঢাকার সদরঘাটগামী একটি লঞ্চে উঠিয়ে দেন ওই পুলিশ কর্মকর্তা।