ঢাকা Thursday, 18 April 2024

চিলমারীতে সংযোগের উপহার হুইল চেয়ার 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: 17:12, 10 September 2021

চিলমারীতে সংযোগের উপহার হুইল চেয়ার 

কুড়িগ্রামের চিলমারীতে সংযোগ কানেক্টিং পিপলের পক্ষ থেকে এক প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই হুইল চেয়ার প্রতিবন্ধী আমিরন বেগমের বাড়িতে পৌঁছে দেন সংযোজকরা। উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী এলাকার মৃত কছর উদ্দিনের মেয়ে আমিরন।

হুইল চেয়ার হস্তান্তরের সময় সংযোগের সংযোজক মো. রবিউল ইসলাম, জেলা অক্সিজেন হাবের নাদিম মাহবুব নিশাত, সোহাগ, নুর আলম নাহিদ, শামীম আকতার, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংযোজক রবিউল ইসলাম বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধী আমিরন বেগম। একটি হুইল চেয়ার ছিল, সেটি নষ্ট হওয়ায় দীর্ঘদিন থেকে চলাচলে অসুবিধা হচ্ছে। পরে আমরা জানতে পেরে সংযোগের মাধ্যমে আমিরন বেগমের বাড়িতে গিয়ে হুইল চেয়ার পৌঁছে দিই।