ছবি : সংগৃহীত
কুষ্টিয়া সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে একদল লোক শহরের কাস্টম মোড়ে হানিফের বাসায় হামলা চালান বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় হানিফের বাড়ির সামনের কাচ এবং টং ঘর ভেঙে ফেলা হয় বলে জানা যায়।
জানা যায়, রোববার পুরো দিনজুড়েই কুষ্টিয়ায় একদফা দাবির অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জেলা আওয়ামী লীগের অফিস, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ট্রাফিক অফিস ভাঙচুর করেছে। এসময় আন্দোলনকারী ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর ১টার থেকে সন্ধ্যার আগ পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র মজমপুর, থানার মোড়, ছয় রাস্তার মোড়, ৫ রাস্তার মোড়, জেলা স্কুলের সামনে দফায় দফায় এ ঘটনা ঘটছে।
এসময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। কুষ্টিয়া শহরের এসব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা জেনারেল হাসপাতালের চিকিৎসা নিয়েছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, খবর পেয়ে এমপির বাড়ির সামনে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।