ঢাকা Monday, 09 September 2024

খুলনায় আ.লীগ কার্যালয় ও সংসদ সদস্যের বাড়িতে আগুন, আহত ৩০

খুলনা ব্যুরো

প্রকাশিত: 19:41, 4 August 2024

খুলনায় আ.লীগ কার্যালয় ও সংসদ সদস্যের বাড়িতে আগুন, আহত ৩০

ছবি : সংগৃহীত

খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়, জেলা পরিষদ, নগরীর শেরে বাংলা সড়কের ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দীন জুয়েল বাসভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হেলাল উদ্দিন বাগেরহাট-১ ও সালাহউদ্দীন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য।

এ সময় বিক্ষুব্ধরা আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা চালালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন, এ্যাডঃ বিজন দাস সহ ৩০ জন নেতা কর্মী গুরুত্বর আহত হয়। নগরীর পিকচ্যার প্যালেস মোড়, শহীদ হাদিস পার্কের সামনে রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় থেকে দুপুরে পর্যন্ত বিএনপি-জামায়াত কর্মীরা এ হামলা চালায়। এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টা থেকে নগরীর শিববাড়ী মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১১ টায় নগরীর লেয়ার যশোর রোডের খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করতে দলীয় নেতা কর্মীরা সমবেত হচ্ছিলো। হঠাৎ করে কোটা বিরোধী আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে গেলে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটে চলে যায়। 

এর আধাঘন্টা পর কেডিএ ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতা কর্মীরা।  এ মিছিলে জামায়াতের নেতা কর্মীরা একত্রিত হয়। পরে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা মিছিল নিয়ে নগরীর শহীদ হাদিস পার্কের সামনে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। 

এ সময় তারা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন ও এ্যাড. বিজন দাস সহ ৩০ জন নেতা কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। হামলাকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনের সড়ক দিয়ে দুই পাশের দোকান-পাট ভাংচুর করে।  পরে তারা খুলনা জেলা পরিষদে হামলা চালিয়ে ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। 

বিক্ষুদ্ধোরা বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ফেরীঘাট মোড় থেকে বাংলাদেশ ব্যাংকের সামনের  সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তাদের দখলে রাখে। দুপুর সাড়ে ১২টায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের একটি অংশ পিকচার প্যালেস মোড় খুলনা প্রেস ক্লাবের দিকে যায়। সেখানে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে আগুন লাগায়। পরে তারা প্রেস ক্লাবে হামলা চালায় ও দরজা, জানালার গ্লাস ভাংচুর করে। 

দুপুর ১টায় বিএনপি-জামায়াত নেতা কর্মীরা নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে একটি মিছিল নিয়ে শেরে বাংলা রোড়ের দিকে যায়।  ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েলের বাসভবনের সামনে নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে মিছিলকারীরা। এ সময় ওই বাড়ির সামনে কোন পুলিশ বা নেতাকর্মী না থাকায় তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় । হামলাকারীরা ভবনের প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেয়। 

বিকাল পৌনে তিনটার দিকে আগুন নিভে গেলে বেশ কিছু পুলিশ ও এপিবিএন এর সদস্যরা বাড়িতে আসেন। পরে যুবলীগের নেতাকর্মীকে বিক্ষোভ মিছিল নিয়ে শেখ বাড়ির  সামনে আসে। বিকাল সাড়ে ৩টার দিকে সংসদ সদস্যের বাড়িতে আরেক দফা হামলা চলায় বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা। 

খুলনায় আওয়ামী লীগের কার্যালয়, জেলা পরিষদ ও শেখ বাড়িতে হামলা ও  অগ্নিসংযোগ সংযোগের সময় কোথাও কোন পুলিশ ছিলো না। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত  কেএমপির কোন পুলিশকে রাস্তায় দেখা যায়নি। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইনশৃংখলা বাহিনীবিহীন ছিলো খুলনা নগরী।