পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল বের করা হয়েছে। রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় কুয়াকাটা চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে মহাসড়কসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। পথসভার সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি।
এতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে পৌর এলাকার বিভিন্ন সড়কে মটর সাইকেল মহড়া পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগ।
পথসভায় বক্তারা বলেন, ছাত্রদের কোটা আন্দোলনের উপর ভর করে স্বাধীনতা বিরোধী চক্র জামাত বিএনপি সরকারের পতনের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করছে। বঙ্গবন্ধুকে নিয়ে ট্রল করছে। এরা দেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের সে আশা কখনো সফল হবে না। বিএনপি জামাতের নৈরাজ্যে রোধে মাঠে থাকবে আওয়ামী লীগ।
এছাড়াও মৎস্য বন্দর আলিপুর মহিপুর, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।