৯ দফা দাবি আদায়ে ঝিনাইদহের কালীগঞ্জে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় আটক করা হয় পাঁচ শিক্ষার্থীকে। তবে তাদের দুই ঘণ্টা পর ছেড়ে দেয় পুলিশ।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে কালীগঞ্জ শহরের সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে পাঁচজনকে আটক করে। পরে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের থানায় ডেকে তাদের ছেড়ে দেয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজের সামনে থেকে পাঁচজনকে আটক করা হয়েছিল। পরে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে। ওই শিক্ষার্থীরা হলেন — মাহফুজুর রহমান মাহফুজ (২৬), বায়েজিদ হোসেন (২০), দুলাল হোসেন (২২), মুয়াজ বিন সাইফুল (২৩) ও সাদিকুজ্জামান (২০)।
শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সরকারি মাহতাবউদ্দিন কলেজ মাঠে জড়ো হতে থাকেন তারা। এসময় পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের লাঠির আঘাতে ৫ শিক্ষার্থী আহত হন। পুলিশ ৫ শিক্ষার্থীকে আটক করে। পরে তারা শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় আটককৃতদের ছেড়ে দিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে সমাবেশ করে। পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী শারমিন সুলতানা, তানভির হাসান ও হুসাইন বক্তব্য রাখেন।
এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া শহরে প্রবেশে কড়াকড়ি অবস্থান নেয় জেলা পুলিশ।