ঢাকা Monday, 09 September 2024

কোটা সংস্কার আন্দোলন : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: 18:18, 2 August 2024

কোটা সংস্কার আন্দোলন : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার প্রতিবাদে ও ৯ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। 

শুক্রবার (২ আগস্ট) বিকেল পৌনে ৫টায় মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় উত্তরবঙ্গ ও ঢাকা যাওয়ার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে অন্তত ১৭ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

এর আগে জুমার নামাজের পর পৌর শহরের হিলিপেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সমানে এসে সমাবেশ হয়।

এ সময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ নিয়ে পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাব, বিডিআর ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়।