ঢাকা Friday, 19 April 2024

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 16:56, 30 August 2021

আপডেট: 16:57, 30 August 2021

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার উথলিতে তেলবাহী রেল ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুতের ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

উথলি রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আলী জানায়, ট্রেনটি খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। উপজেলার উথলী রেলস্টেশনে লুপ লাইন থকে মেইন লাইনে ওঠার সময় ওই ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় দুর্ভোগ পড়েছেন যাত্রীরা।

বগী উদ্ধারে রিলিজ ট্রেন পাকশি থেকে রওনা হয়েছে। তবে এখনও পৌঁছায়নি।