ঢাকা Friday, 29 March 2024

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি : ৬ ঘণ্টা পর ফের উদ্ধার অভিযান শুরু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 16:16, 28 August 2021

আপডেট: 18:18, 28 August 2021

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি : ৬ ঘণ্টা পর ফের উদ্ধার অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ছয় ঘণ্টা পর আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে দমকল বাহিনীর ডুবুরিদল এ উদ্ধার অভিযান শুরু করে।

বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, কিশোরগঞ্জ থেকে উদ্ধারকাজ চালাতে দমকল বাহিনীর ডুবুরিদল রাতে এসে যোগ দিয়েছেন। রাত ২টা পর্যন্ত তারা অভিযান চালিয়ে সাময়িক বন্ধ রাখেন। ছয় ঘণ্টা বিরতির পর শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছেন তারা।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার লইছকা বিলে নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। উদ্ধার অভিযান অব্যাহত আছে। রাতে উদ্ধারকাজে কিশোরগঞ্জ থেকে ডুবুরিদল যোগ দিয়েছে।

এদিকে, নৌকাডুবির ঘটনার পর বিজয়নগর উপজেলা থেকে জেলা শহরে আসা সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ নিষেধাজ্ঞা সাময়িক বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।