ঢাকা Friday, 29 March 2024

গাজীপুরে করোনায় ইউপি সদস্যের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:28, 13 April 2021

আপডেট: 18:29, 13 April 2021

গাজীপুরে করোনায় ইউপি সদস্যের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস আজাদ (৭৮) নামে গাজীপুরের এক ইউপি সদস্য মারা গেছেন। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

সোমবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কুদ্দুস আজাদ।

মৌচাক ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে আব্দুল কুদ্দুস আজাদ জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দীর্ঘ ২৫ বছর যাবৎ আব্দুল কুদ্দুস আজাদ মৌচাক ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

ইউপি সদস্য হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তার। এই দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে একালার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন তিনি। তার মৃত্যুতে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনসহ এলাকাবাসী গভীর শোকাহত।